ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯
পোস্ট ডেস্ক :

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয় থালাপাতির রাজনৈতিক সভায় শনিবার পদদলিত হয়ে এখন পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আরও ৫১জন ভর্তি আইসিইউতে। স্ট্যালিনের আক্ষেপ, তামিলনাড়ুর ইতিহাসে এর আগে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ যায়নি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে।
পদদলিত হওয়ার ঘটনার পর মুখ খুলেছেন থালাপতি বিজয় নিজে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।
তবে পদদলিত হওয়ার ঘটনার জন্য অনেকেই বিজয়কে দায়ী করেছেন। অভিযোগ, বিজয় সঢভাস্থলে ৬ ঘণ্টা দেরিতে আসার জন্য এই বিপর্যয়। বিজয়ের সমালোচকরা বলেছেন, অতিরিক্ত মানুষ জড়ো করার জন্য দেরীতে আসা তার কৌশল। কিছুদিন আগে ত্রিচিতেও বিজয় সভাস্থলে পৌঁছেছিলেন অস্বাভাবিক দেরীতে।
পুলিশ এই সঙ্গে দাবি করেছে, সমাবেশে যত মানুষ আসবেন বলে জানানো হয়েছিল তার দ্বিগুনের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। গর্ভবতী নারীদের এবং শিশুদের নিয়ে না যাওয়ায় জন্য পরামর্শ দেয়া হলেও তা মানা হয়নি। ফলে নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষারতদের জন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা ছিল না।
এদিকে, রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তাদের সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ রুপি করে আর্থিক সাহায্য করবে সরকার। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ রুপি করে।




