বিপুল অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ২১ বছর পূর্তি উৎসব

জহিরুল ইসলাম জাবেল : বিপুল অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী সংগঠন জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ২১ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। ২১শে সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত এই অনবদ্য অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল। ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মইনুলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ডক্টর রুহিত কুমার দাসগুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে হাইকমিশন লন্ডনের ফাস্ট সেক্রেটারি মোছাম্মত মীর নুরানী রুপমা, জিএলএ মেম্বার উনমেস দেশাই, কাউন্সিলর রহিমা রহমান, মুজিবুর রহমান জসিম, এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে পেশাগত ক্ষেত্রে সাফল্যের জন্য সলিসিটর ছহুল আহমেদ মকু, অধ্যক্ষ ফখর উদ্দিন আহমেদ ও কাউন্সিলর মাসুকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৩১ জন শিক্ষার্থী, ১২ জন ফাউন্ডার মেম্বারসহ সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান অতিথি ড. রুহিত কুমার দাসগুপ্ত তার বক্তব্যে জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর মানবসেবা মুলক কাজের ভুয়শী প্রশংসা করেন এবং ছাত্র ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদানের বিষয়টিকে স্বাগত জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ফাস্ট সেক্রেটারি মোছাম্মত মীর নুরানী রুপমা জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সর্বাত্মক সফলতা কামনা করে বলেন বাংলাদেশ হাই কমিশন জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর সমাজ কল্যাণ মুলক যে কোন কাজে সাহায্যের হাত প্রসারিত করবে।

ওলয়ঔচলৎ ড়চরয় সন্ধসয় ৎঔচটল সলিসিটর ছহুল আহমেদ মকু , অধ্যক্ষ ফখর উদ্দিন আহমেদ, উপস্থিত ছিলেন অধ্যাপকিা সেলিনা বেগম, প্রশান্তির চেয়ারম্যান লিলু আহমেদ, ডিরেক্টর এন্ড হেড টিচার মেরিট টিউটরস মোহাম্মদ বারী, ডিরেক্টর লাক্স ফারনিশিং এমরান রহমান, ফাউন্ডার মেম্বার ফারুক আহমেদ, হাফিজ কামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া, জিল্লুর রহমান কয়েছ, তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ রাজু, কোষাধ্যক্ষ সিপার রেজা, সহ—সভাপতি মোহাম্মদ আবুল কালাম, লুৎফুর রহমান, জি এম চৌধুরী রনি, সহ সাধারণ সম্পাদক এম এ সবুর, সাংগঠনিক সম্পাদক আযহার আহমেদ ওয়াসীম, সহ কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম, জনকল্যাণ সম্পাদক মারুফ আহমেদ পাপ্পু, ইভেন্ট সেক্রেটারি সাইফুজ্জামান দীপলু, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাহবুবুর রহমান, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাছভীর আহমেদ ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আতিকুর মিয়া সুমন, কামাল হোসেন, আবদুল মতিন মুন্না, দেলওয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ২১ বছর পুর্তির এই দিনটিকে সরনীয় করে রাখতে জুরী প্রবাহ নামে একটি স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং শেষে কেইক কেটে ২১বছর পুর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শেষে সংগঠনের সভাপতি সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





