১০০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
পোস্ট ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধ হয়নি। শুক্রবার পর থেকে এ পর্যন্ত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। এতে বলা হয়েছে, সপ্তাহান্তে গাজায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এর মধ্যে আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রও রয়েছে। গাজা সিটির বাসিন্দারা আল জালা ও অন্য এলাকার বাড়িগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছেন। গাজা ভিত্তিক সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনি ও রোববারে কমপক্ষে ৯৪ জনকে হত্যা করা হয়েছে। সোমবার আরও সাতজনকে হত্যা করেছে দখলদাররা। ইসরাইলি বাহিনী সপ্তাহান্তে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে। সোমবার গ্রিক অর্থোডক্স স্কুলে হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এছাড়া খান ইউনিসে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। একই দিনে অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন আরও এক ফিলিস্তিনি। এ নিয়ে উপত্যকাটিতে অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬০ জনে।




