ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধস, নিহতের সংখ্যা বেড়ে ৫৪
পোস্ট ডেস্ক :

ইন্দোনেশিয়ায় স্কুলের ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও এক ডজন মানুষ নিখোঁজ আছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, গত সোমবার কয়েকশত শিক্ষার্থী পূর্ব জাভা প্রদেশে প্রার্থনার জন্য জড়ো হয়। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই কিশোর। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, এ বছর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্যোগ। উদ্ধারকারীরা সোমবার দিনের শেষে উদ্ধারকার্যক্রম শেষ করবে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা এখনও দুর্ঘটনার আসল কারণ উদঘাটনের চেষ্টা করছে।
কিছু কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতল বিশিষ্ট ভবনটি ধসে পড়েছে কারণ এর ভিত্তি দুর্বল ছিলো। দুর্যোগ প্রশমন সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৫ সালে আর কোনো দুর্ঘটনায় এত মানুষ মারা যাননি। ধ্বংসস্তূপ থেকে দুইজনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেয়া হলে তারা মারা যান। উল্লেখ্য, আল খোজিনি ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী স্কুল। যা পেসানট্রেন নামে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি যেভাবে ধসে পড়েছে তাতে উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকারীদের ভেতরে যাওয়ার জন্য শুধু সংকীর্ণ একটি পথ আছে। ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা ভুক্তভোগীরা স্থানীয় গণমাধ্যমে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছে। এর মধ্যে একজন হলো মুহাম্মদ রিজায়ুল। ছাদ ধসে পড়ার পর ১৩ বছর বয়সী ওই কিশোর কোনো মতে পালাতে সক্ষম হয়।




