ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো
পোস্ট ডেস্ক :

ফুটবল মাঠে ও বাইরে রেকর্ডের কমতি নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার মাঠের বাইরে আরেকটি দারুণ মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ সুপারস্টার । ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার বনে গেছেন তিনি। সমীক্ষা প্রতিষ্ঠান ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স রোনালদোর মোট সম্পদের হিসাব প্রকাশ করেছে। বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের তালিকা অনুসরণকারী ব্লুমবার্গের হিসাবে রোনালদোর পুরো ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও স্পনসরশিপ চুক্তি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আল নাসর তারকার তার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার (১৭ হাজার কোটি টাকারও বেশি)। মূলত, সৌদি প্রো লীগের ক্লাবটির সঙ্গে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে লাভজনক চুক্তি নবায়ন করার পর তার মোট সম্পদের পরিমাণ বেড়েছে। গত জুনে আল নাসরের সঙ্গে দু’বছরের চুক্তি নবায়ন করে বছরে ১৫৬ মিলিয়ন ডলার উপার্জন করছেন রোনালদো, যা দিনে প্রায় সাড়ে ৬ লাখ ডলার। শুধু তাই নয়, চুক্তির সময় প্রায় ৩৩ মিলিয়ন ডলার সাইনিং ফি পান এ পর্তুগিজ ফরোয়ার্ড, যা দ্বিতীয় বছর প্রবেশ করলে বেড়ে দাঁড়াবে ৫১ মিলিয়ন ডলারে। ফুটবলারদের মধ্যে রোনালদো প্রথম বিলিয়নিয়ার বনে গেলেও, ক্রীড়াজগতের বেশ কয়েকজন কিংবদন্তি এ উচ্চতায় পৌঁছেছেন আগেই। ফোর্বসের তথ্য অনুযায়ী, টেনিসের রজার ফেদেরার, গলফের টাইগার উডস এবং বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান ও লেব্রন জেমস এ তালিকায় রয়েছেন।
পরিবার থামতে বললেও, থামছেন না রোনালদো
ক্যারিয়ারের হাজারতম গোলের লক্ষ্যে এখনও ছুটছেন রোনালদো। এখন পর্যন্ত আল নাসর অধিনায়কের ঝুলিতে আছে ৯৪৬ গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৬ ম্যাচে ৫ গোল করেছেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলেও পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোল করে চূড়ায় তিনিই। মাইলফলক থেকে ৫৪ গোল দূরে দাঁড়িয়ে রোনালদো জানালেন, তার পরিবার তাকে থেমে যেতে বললেও, এখনই থামছেন না তিনি। এ বিষয়ে রোনালদো বলেন, “মানুষ, বিশেষ করে আমার পরিবার বলে, ‘তোমার এখন থেমে যাওয়ার সময় হয়েছে। তুমি সবকিছু অর্জন করেছ। এখন কেনো আবার হাজার গোল করতে চাও?’ তবে আমি তেমন ভাবি না। আমি এখনও ভালো খেলছি, আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে থামবো কেনো?’




