লক্ষ্মীপুরে মা-মেয়েকে জবাই করে হত্যা

Published: 10 October 2025

পোস্ট ডেস্ক :


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম(৫৫) ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম(২০)কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে তাদের জবাই করে হত্যা করা হয়। এসময় ঘরে থাকা ত্রিশ ভরি স্বনাংলকার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা লুটে নেয়ার অভিযোগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ক্রোকারিজের ব্যবসা করেন মিজানুর রহমান। বৃহস্পতিবার সোনাপুর বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়িতে যান ব্যবসায়ীর ছেলে ফরহাদ হোসেন রাব্বী। এসময় ঘরের দরজা খোলা দেখতে পান রাব্বী। পরে ঘরের ভিতরে গিয়ে মা জুলেখা বেগম ও বোন তানহা আক্তার মীমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে শোর-চিৎকার দেন তিনি। এসময় আশপাশের লোকজন এসে ঘরের মেঝোতে মা ও বোনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এসময় ঘরের আলমারীতে থাকায় ৩০ ভরি স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা লুটে নেয়।

অভিযোগ রয়েছে, ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন রাব্বীকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী। সে অনুপাতে বিয়ের জন্য গত কিছুদিন আগে ৩০ ভরি স্বর্ণালংকার ক্রয় করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দূর্বৃত্তরা ঘরে ডুকে ডাকাতির করার সময় ব্যবসায়ীর স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম বাধা দিলে দূর্বৃত্তরা দুইজনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে স্বনাংলাকার, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল বলে ধারনা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ডাকাতি না অন্য কোন কারনে এই হত্যাকান্ড সে বিষয়টি তদন্ত করা হচ্ছে॥ জড়িতদের চিহিৃত করে গ্রেফতার করা হবে।