পাকিস্তানের পুলিশ স্টেশনে হামলা: ৭ জন কর্মকর্তা নিহত

Published: 11 October 2025

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলার পর অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলার পর ছয় জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পাকিস্তান যখন ক্রমবর্ধমানভাবে নিরাপত্তা পরিস্থিতির সাথে লড়াই করছে তখন এই সহিংসতার ঘটনা ঘটলো। শুক্রবার রাতের হামলাটি ডেরা ইসমাইল খান শহরের উপকণ্ঠে রাত্তা কুলাচিতে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে করা হয়েছে । পুলিশ বলেছে যে হামলাকারীরা ভারী অস্ত্র ব্যবহার করে এবং একটি আত্মঘাতী বোমারু প্রশিক্ষণ কেন্দ্রের গেটে একটি বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণ ঘটানোর পর কম্পাউন্ডে জোর করে প্রবেশের চেষ্টা করে।

 

ডেরা ইসমাইল খানের পুলিশ প্রধান সাজ্জাদ আহমেদ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বিস্ফোরণের সময় সেখানে প্রায় ২০০ জন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে প্রায় ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। আহমেদ বলেন, এতে ৭ পুলিশ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা ভারী অস্ত্র ব্যবহার করে সমন্বিত হামলা চালায়। কর্তব্যরত অফিসাররা জানাচ্ছেন , হামলাকারীদের গণহত্যার উদ্দেশ্য ছিল। তারা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কম্পাউন্ডে ঢুকে পড়ে গ্রেনেড নিক্ষেপ করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক গুলি বিনিময় করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশ এবং আধাসামরিক ইউনিটগুলো পরে কম্পাউন্ড থেকে ছয় হামলাকারীর দেহ, আত্মঘাতী ভেস্ট, বিস্ফোরক, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিহত অফিসারদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করে । যদিও পরে তারা নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে দ্বিতীয় বিবৃতি জারি করে।

শুক্রবার, পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ২০২১ সাল থেকে সন্ত্রাসবাদ বেড়েছে। বিশেষ করে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

তিনি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকিকে নিষ্ক্রিয় করতে হাজার হাজার সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালিয়েছে। এই বছর, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, নিরাপত্তা বাহিনী ১০ হাজারটিরও বেশি অপারেশন পরিচালনা করেছে, ৯৭০ জনকে হত্যা করেছে। এই অভিযানে ৩১১ জন সেনা এবং ৭৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।