আফগানিস্তানের পাল্টা প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে ৫৮ পাক সেনার

Published: 12 October 2025

পোস্ট ডেস্ক :


পাকিস্তান রোববার আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, রাতারাতি দুই দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পরে কাবুল ৫৮ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে। আফগান সৈন্যরা শনিবার গভীর রাতে পাকিস্তানি সীমান্ত চৌকিতে গুলি চালায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল যে, সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তান বলেছে, তারা বন্দুক এবং কামান দিয়ে এই হামলার জবাব দিয়েছে। আফগানিস্তান বলেছে, তারা ৫৮ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। তবে তারা কীভাবে হতাহতের পরিসংখ্যান পেলো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ২০ জন আফগান সেনা নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

উভয় দেশই অপর প্রান্তের সীমান্ত চৌকি ধ্বংস করেছে বলে দাবি করেছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালে গুলি বিনিময় শেষ হয়। তবে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের মতে, পাকিস্তানের কুররাম এলাকায় গোলাগুলি বিনিময় অব্যাহত ছিল। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই বলেছিল, তাদের অভিযান স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়েছে। কাবুল রোববার বলেছে, তারা কাতার এবং সৌদি আরবের অনুরোধে হামলা বন্ধ করেছে। দুই আরব উপসাগরীয় দেশ সংঘর্ষের বিষয়ে উদ্বেগের সঙ্গে বিবৃতি প্রকাশ করেছে।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার বলেছেন, ‘আফগানিস্তান ভূখণ্ডের কোনো অংশে কোনো ধরনের হুমকি নেই। ইসলামি আমিরাত এবং আফগানিস্তানের জনগণ তাদের ভূমি রক্ষা করবে।’
মুজাহিদ জানান, কয়েকটি এলাকায় সংঘর্ষ চলছে। ইসলামাবাদ তালেবান প্রশাসনের বিরুদ্ধে পাকিস্তানে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে, যে অভিযোগ কাবুল অস্বীকার করে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং, তোরখাম এবং চমন, রোববার বন্ধ করে দেয়া হয়েছে। খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানের অন্তত তিনটি ছোট ক্রসিংও বন্ধ ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। সীমান্ত বন্ধের বিষয়ে কাবুল থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২৬০০-কিমি দীর্ঘ সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। তবে তিনি বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট নয়।