বগুড়ার নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের
পোস্ট ডেস্ক :

বিএনপি যাকে মনোনয়ন দেবে, আগামী দিনে সবাইকে সেই একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে দলের বগুড়া জেলার নেতাদের সঙ্গে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।
ওই নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সম্ভাব্য প্রার্থীদের কথা শুনতে নয়াপল্টনে বৈঠক ডাকেন তারেক রহমান।
বৈঠকে বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটির সম্ভাব্য প্রার্থী ও জেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপি নেতা সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান হারেজ, ডা. শাহজাহান আলী, ফজলুল বারী তালুকদার বেলাল, মোর্শেদ মিল্টন, এমআর ইসলাম স্বাধীন, তৌহিদুল ইসলাম মামুন, শহিদুন্নবী সালাম, ফজলুর রহমান খোকন, শহিদুল ইসলাম বাবলু। এর আগে বগুড়ার আরো ২টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান।
বৈঠক প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান।
বৈঠকে তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেছেন—দল যাকে মনোনয়ন দেবে, আগামী দিনে সবাই যেন সেই একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
রেজাউল করিম জানান, অনুষ্ঠানে উপস্থিত বগুড়ার নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে সাড়া দিয়ে অঙ্গীকার করে বলেন, ‘ইনশাআল্লাহ মার্কা যার হাতে, আমরা থাকব তার সাথে’।




