ভুয়া জামিননামায় আসামির মুক্তি, কারারক্ষী বরখাস্ত
পোস্ট ডেস্ক :

দিনাজপুর জেলা কারাগার থেকে ভুয়া জামিননামা দাখিল করে এক মাদক মামলার আসামি মুক্তি পেয়েছেন। এই ঘটনায় জড়িতের অভিযোগে কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছেন কারা কর্তৃপক্ষ।
এ ছাড়া কারারক্ষী ও আসামির বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে দায়েরকৃত মামলায় দুজনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার (১২ অক্টোরব) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম কারারক্ষী ও আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন দিনাজপুর জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মো. নিজামুল হক (২৮) ও জেলার পার্বতীপুর উপজেলার আমরিক্যান ক্যাম্পের আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৭)। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, একটি মাদক মামলায় জেলার পার্বতীপুর থানার পুলিশ গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আসামি মো. আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। ওইদিনই তাকে জেলহাজতে পাঠানো হয়।
ওই মামলায় আরিফুলের পক্ষে তার আইনজীবী দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-এ আলম সিদ্দিকীর আদালতে ১০৩/২০২৫ নম্বর আপিল মামলা করেন।
ওই আপিল মামলা আগামী ৩০ অক্টোবর আসামি আরিফুলের জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। কিন্তু তার আগেই জেলা ও দায়রা জজ আদালতের সিল, স্বাক্ষর জাল করে আসামি আরিফুলকে গত ৩০ সেপ্টেম্বর একটি চক্র দিনাজপুর জেল থেকে মুক্তি করেন।
গত ৮ অক্টোবর জেল কারাগার কর্তৃপক্ষকে আসামি আরিফুলকে আদালতে হাজির করতে নির্দেশ পাঠান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।




