জীবিত ২০ পণবন্দীর সবাইকেই হস্তান্তর করা হয়েছে : ইসরাইল

Published: 13 October 2025

পোস্ট ডেস্ক :


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত ইসরাইলি পণবন্দীদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এই দফায় ১৩ জনকে হস্তান্তর করেছে হামাস।

তাদের এখন ইসরাইলি ডিফেন্স ফোর্স ও গাজায় থাকা ইসরাইলের নিরাপত্তা সংস্থার কাছে নেয়া হচ্ছে। এর মাধ্যমে জীবিত সব পণবন্দীকেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হামাস।

দ্বিতীয় দফায় মুক্তি পেয়েছেন এলকানা বোহবোট, আভিনাতান অর, ইয়োসেফ-হাইম ওহানা, ইভ্যাটার ডেভিড, রম ব্রাসলাভস্কি, সেগেভ কালফন, নিমরোড কোহেন, ম্যাক্সিম হারকিন, ইতান হর্ন, মাতান জাঙ্গাউকার, বার কুপারশটাইন, ডেভিড কুনিও, এবং আরিয়েল কুনিও।

হামাস আরো জানিয়েছে, নিহত পণবন্দীদের লাশ পরে হস্তান্তর করা হবে।

এর আগে, হামাস সাতজন পণবন্দীকে হস্তান্তর করেছে। তারা ইতোমধ্যে ইসরাইলে পৌঁছেছেন।