মেলোনিকে ধূমপান ছাড়ার অনুরোধ এরদোগানের
পোস্ট ডেস্ক :

ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনিকে ধূমপান ছাড়ার অনুরোধ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। এ নিয়ে হাস্যরসাত্মক বাক্য বিনিময় হয় এদোগান, মেলোনি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে। সোমাবার মিশরের শারম আল শেখে প্রায় ২০ টি দেশের রাষ্ট্রনেতারা মধ্যপ্রাচ্য শান্তির উপায় খুঁজতে একত্রিত হন। সেখানেই মেলোনিকে পেয়ে তাকে ধূমপান ছাড়ার অনুরোধ করেন এরদোগান। মেলোনিকে তিনি বলেন যে, তিনি তাকে ধূমপান ছাড়ানোর উপায় খুঁজে বের দেবেন।
বার্তা সংস্থা ইহলাসে সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, মেলোনিকে এরদোগান বলেন, ‘আমি দেখলাম আপনি প্লেন থেকে নামছেন। আপনাকে দারুণ দেখাচ্ছো। কিন্তু আপনাকে ধূমপান ছাড়তে হবে।’ এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি দ্রুত এরদোগানের কথার ভিতর ঢুকে পড়েন এবং হাসতে হাসতে বলেন,
‘এটা অসম্ভব!’ মেলনি সতর্ক করে বলেন, ধূমপান ছাড়লে তিনি কম সামাজিক হতে পারেন। জবাবে বলেন, ‘আমি জানি, আমি জানি। আমি কাউকে মারতে চাই না।’
একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তার এক বইতে স্বীকার করেছেন, ধূমপান বিশ্বনেতাদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে। ওদিকে এরদোগান তুরস্ককে ধূমপানমুক্ত ভবিষ্যৎ দেয়ার অঙ্গীকার করেছেন। নতুন জাতীয় ‘স্মোক ফ্রি তুর্কি’ ক্যাম্পেইনের মাধ্যমে আঙ্কারা ২০২৪-২০২৮ সালের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করছে, যা সচেতনতা বৃদ্ধির, ধূমপান ত্যাগে সহায়তা দেওয়ার এবং যুব সমাজকে তামাক ধূমপান থেকে রক্ষা করার উপর ফোকাস করবে।




