মিরপুরে পোশাক কারখানায় আগুন ।। ৯ জনের মৃত্যু
পোস্ট ডেস্ক :

রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৪টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি ৭তলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।
তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে মানবজমিনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানিয়েছেন, শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে দুইজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। তারা হলেন-মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে। আর মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।




