যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরাইলের গুলিবর্ষণ, নিহত ৬
পোস্ট ডেস্ক :

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গুলি বর্ষণ করেছে দখলদার ইসরাইল। এতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার উত্তর গাজায় গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরাইল। তারা জানিয়েছে, সন্দেহভাজনরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এদিকে গাজায় আটক সর্বশেষ জিম্মিকেও মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরাইলে থাকা ফিলিস্তিনি বন্দিদেরকেও মুক্তি দিয়েছে ইসরাইল।




