কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

Published: 17 October 2025

পোস্ট ডেস্ক :


কানাডার সারে শহরে কমেডিয়ান কপিল শর্মার মালিকানাধীন ক্যাপস ক্যাফেতে ফের গুলির ঘটনা ঘটেছে। গত চার মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ক্যাফেটিতে হামলা চালানো হলো। সর্বশেষ হামলাটি বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, এই হামলার দায় স্বীকার করেছে গোল্ডি ধিলন এবং কুলদীপ সিধু নামে দুই গ্যাংস্টার। এরা দু’জনেই গ্যাং বস লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সদস্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা জানিয়েছে, এই হামলার দায় তাদের। তারা সাধারণ মানুষকে ওই ক্যাফে থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে এবং বলেছে, সাধারণ জনগণের ওপর আমাদের কোনো শত্রুতা নেই। তাদের হুঁশিয়ারি ছিল মূলত অবৈধ কাজ করা এবং কাজ করিয়ে টাকা না দেওয়া ব্যক্তিদের প্রতি। এছাড়াও, বলিউডে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলেন তাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৫ অক্টোবর ভোররাত সাড়ে তিনটা নাগাদ সারের ১২০ স্ট্রিটের ৮৪০০ ব্লকে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ক্যাফেতে একাধিক বুলেটের আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি চলন্ত গাড়ি থেকে এক ব্যক্তি একাধিক গুলি চালাচ্ছে। কমপক্ষে ছয়টি গুলি চালানো হয়েছিল বলে জানা গেছে। হামলার সময় ক্যাফের ভেতরে কর্মী থাকা সত্ত্বেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

প্রথম হামলাটি হয়েছিল ১০ জুলাই। তখন কিছু কর্মচারী ভেতরে ছিলেন এবং কমপক্ষে ১০টি বুলেট ক্যাফের জানালায় আঘত করে। ওই হামলার দায় স্বীকার করেছিল বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) জঙ্গিগোষ্ঠীর সদস্য হরজিৎ সিং লাড্ডি। এটি শিখদের পোশাক নিয়ে কপিলের শোতে এক অংশগ্রহণকারীর মন্তব্যের জেরে ওই হামলা চালানো হয়। দ্বিতীয় হামলাটি হয় ৮ আগস্ট। যেখানে প্রায় ২৫ রাউন্ড গুলি চালানো হয়। সে সময় একটি ভয়েস রেকর্ডিংয়ে মুম্বাইতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়। ফলে কপিল শর্মার মুম্বাইয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়।