পাকিস্তানের উপকার ভুলে গেছে আফগানিস্তান—আফ্রিদি

Published: 18 October 2025

পোস্ট ডেস্ক :


ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় ক্ষুব্ধ আফ্রিদি। ছবি : আফ্রিদির এক্স থেকে
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

আগামী ১৭ নভেম্বর লাহোরে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান সরে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন শহীদ আফ্রিদি। আফগানরা অতীতের উপকার ভুলে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আফগান ভাইদের পাশে সব সময় থেকেছে পাকিস্তান। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের (পাকিস্তান) মনে করে। ভাইদের জন্যই সীমান্ত খুলে দিয়েছে। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০ আফগান পরিবারের দেখাশোনা করি। তবু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে এসব উপকার ভুলে গেছে আফগানিস্তান, সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার যথাযথ জবাব দিয়েছে আমাদের সেনারা।’

 

আফগানিস্তান যেন অন্য দেশের দ্বারা ব্যবহার না হয় সে আহ্বানও জানিয়েছেন আফ্রিদি।

সরাসরি নাম না বললেও সাবেক অধিনায়ক যে ভারতকেই বুঝিয়েছেন তার কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন, ‘আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভ্রাতৃপ্রতিম ইসলামী দেশ। তাই আফগানিস্তান এমন দেশের হাতে ব্যবহৃত যেন না হয়, যে দেশ ইতিমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহায়তা করছে।’
ত্রিদেশীয় সিরিজটিতে আফগানিস্তান সরে যাওয়ায় বিকল্প খুঁজছে পাকিস্তান। অন্য দলটি হচ্ছে শ্রীলঙ্কা।

সিরিজটি নিয়ে পিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আফগানিস্তান সরে দাঁড়ালেও আমরা বিকল্প খুঁজছি। কয়েকটি বোর্ডের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।’
আর সিরিজ থেকে সরে যাওয়ার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিবৃতিতে লিখেছে, ‘এই মর্মান্তিক ঘটনার পর পাকিস্তানে খেলতে যাওয়া অসম্ভব। আমাদের খেলোয়াড় ও জাতির মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে আমরা এই সিরিজে অংশ নিচ্ছি না।’