যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার সচিন

Published: 25 October 2025

পোস্ট ডেস্ক :


বলিউডের সংগীত পরিচালক সচিন সাংঘভীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। ২৯ বছর বয়সি এক নারী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ সচিনকে গতকাল গ্রেপ্তার করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার জামিনে মুক্তি দেন, তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলমান।

জানা গেছে, অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই তারা তৎপর হয়ে সচিনকে হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই বিষয়ে বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। কোন প্রমাণ নেই। পুলিশ বেআইনিভাবে তাকে আটক করেছিল। সেই কারণে তাকে দ্রুত মুক্তি দেওয়া হয়েছে। আমরা প্রতিটি অভিযোগের যথাযথ উত্তর দেবো। এছাড়া অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে সচীনের সঙ্গে পরিচয় হয় তার। সুরকারই প্রথম বার্তালাপ শুরু করেন। এরপর ফোন নম্বর আদানপ্রদান হয় এবং তাকে নিজের স্টুডিওতে ডেকে পাঠান সচিন। সেখানেই বিয়ের প্রস্তাব দেন তিনি। পরবর্তীতে দিনের পর দিন যৌন হেনস্তা চালিয়ে গিয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই যুবতী।

প্রসঙ্গত, ‘স্ত্রী ২’, ‘ভেড়িয়া’ খ্যাত সুরকার সচিন। এছাড়া সচিন ও জিগার সারইয়া একসঙ্গে ‘সচিন-জিগার’ নামে সংগীত পরিচালনা করেন। তাদের কণ্ঠে বহু সফল গানের মধ্যে ‘তারাস’, ‘এক জিন্দেগি’, ‘আপনা বানা লে’, ‘তেরে ওয়াস্তে’, ‘ফির অউর কেয়া চাহিয়ে’ ব্যাপক জনপ্রিয়।