কিশোরের পেটে মিলল ১০০ চুম্বক
পোস্ট ডেস্ক :

অনলাইনে কেনা ১০০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন চুম্বক গিলে ফেলে ১৩ বছরের এক কিশোর। অস্ত্রোপচারের সাহায্যে তা সরিয়ে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে।
চার দিন ধরে পেটে ব্যথার হতে থাকলে ১৩ বছর বয়সী ছেলেটিকে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের তৌরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
যেখানে ডাক্তাররা পেটের ভেতর চুম্বক আবিষ্কার করেন। চুম্বকগুলো একসঙ্গে সংযুক্ত হয়ে তার অন্ত্রের ভিতরে চারটি শিকল তৈরি করেছিল।
নিউজিল্যান্ড মেডিকেল জার্নালে শুক্রবার প্রকাশিত হাসপাতালের ডাক্তারদের একটি প্রতিবেদন অনুসারে, সার্জনরা চুম্বকগুলো বের করে ছেলেটির ক্ষতিগ্রস্ত অন্ত্রের কিছু অংশ অপসারণ করেছেন। রিপোর্টে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।
হাসপাতালে পেট ব্যথা নিয়ে ভর্তি হওয়ার এক সপ্তাহ আগে প্রায় ৮০-১০০টি ৫x২ মিমি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘নিওডিয়ামিয়াম চুম্বক’ গিলে ফেলেছিল ওই কিশোর। আট দিন হাসপাতালে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
২০১৩ সালে নিউজিল্যান্ডে উচ্চ ক্ষমতাসম্পন্ন ছোট চুম্বক বিক্রি নিষিদ্ধ করা হয়। তখন সরকার সতর্ক করেছিল, শিশুরা কৌতূহলবশত চুম্বক গিলে ফেলতে পারে অথবা ‘নকল গয়না’ হিসেবে খেলার সময় গুরুতর আহত হতে পারে।




