মালয়েশিয়ায় নেমেই নাচলেন ট্রাম্প

Published: 26 October 2025

 পোস্ট ডেস্ক :

ওয়াশিংটন থেকে টানা ২৩ ঘণ্টার দীর্ঘ উড়ান শেষে আজ রবিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেমেই যা ঘটল, তা দেখে উপস্থিত সবাই বিস্মিত ও মুগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭৯ বছর বয়সী ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের পাশেই মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ঢাকঢোলের তালে তালে নেচে উঠেছেন। রঙিন পোশাকে নৃত্যশিল্পীরা সেখানে মালয়েশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরছিলেন। আরো চমকের বিষয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দেন সেই নাচে, ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে দুলে ওঠেন তিনি। হাসিমুখে দুই নেতার এই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের নাচ নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকে তার প্রাণশক্তি ও ছন্দবোধের প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “ট্রাম্প আবারও প্রমাণ করলেন, তিনি নাচকেও ‘গ্রেট’ করতে জানেন!” আরেকজন লিখেছেন, ‘এটা কি মালয়েশিয়ান হাওয়াই ফাইভ-ওর সুরে ট্রাম্পের নিজস্ব নাচ ছিল? অসাধারণ!’ ট্রাম্পের এই সফর পাঁচ দিনের এক কূটনৈতিক মিশনের অংশ, যার উদ্দেশ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি জোরদার করা এবং বাণিজ্যিক সম্পর্ক মজবুত করা। মালয়েশিয়া সফরের পর তার টোকিওতে নবনির্বাচিত জাপানি প্রধানমন্ত্রী সানো তাকাইচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।