বৃহত্তর ছাতকের ইতিহাস-ঐতিহ‍্য সর্ম্পকিত তথ‍্য-উপাত্ত নিয়ে লেখা আহবান

Published: 29 October 2025

পাঠকের ব‍্যাপক চাহিদার প্রেক্ষিতে লেখক-গবেষক রুহুল ফারুক রচিত ছাতকের হাজার বছরের ইতিহাস-ঐতিহ‍্য নিয়ে ২০০৪ সালে প্রকাশিত চারশত পৃষ্টার বইটি পুন:প্রকাশের উদ‍্যোগ নেওয়া হয়েছে। বৃত্তর ছাতক থানার বর্তমান দোয়ারাবাজার, কোম্পানিগঞ্জ ও ছাতক উপজেলার ইতিহাস নিয়ে প্রকাশিত বইটি সর্ব-মহলে সমাদৃত এবং  দাবীর প্রেক্ষিতে এমন উদ‍্যোগ নেওয়া হয়েছে। ছাতকের ইতিহাস-ঐতিহ‍্য বইটি পুন:প্রকাশের জন‍্য সবার কাছে লেখা আহবান করা যাচ্ছে। ছাতক-দোয়ারাবাজার ও কোম্পানিগঞ্জ তথা বৃহত্তর ছাতকের ইতিহাস-ঐতিহ‍্য সর্ম্পকিত তথ‍্য-উপাত্ত, দলিল-দস্তাবেজ, ছবি, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ এবং ঐতিহাসিক নির্দশনের শিলালিপি ইত‍্যাদির তথ‍্যদাতা ও লেখকের নাম-ঠিকানা, তারিখ ও স্বাক্ষরসহ  ই-মেইল: historychhatak@gmail.com

হোয়াটসঅ্যাপ: 01711967353 নাম্বারে পাঠাতে হবে।

সৃষ্টিশীল লেখার মাধ্যমে জাগিয়ে তুলুন নতুন ভাবনা, নতুন প্রজন্মের অনুপ্রেরণা। চলুন, শব্দ ছবিতে গড়ে তুলি নতুন প্রজন্মের অনুপ্রেরণা।

রুহুল ফারুক

সম্পাদক মাসিক শাহাজালাল

মোবাইল: ০১৭১১-৯৬৭৩৫৩

ই-মেইল: historychhatak@gmail.com