ইসির শাপলা কলি গ্রহণ করছে এনসিপি

Published: 2 November 2025

পোস্ট ডেস্ক :


দলীয় প্রতীক হি‌সে‌বে নির্বাচন ক‌মিশ‌নের নতুন সং‌শোধিত তা‌লিকায় যুক্ত করা শাপলা ক‌লি গ্রহণ কর‌ছে এন‌সি‌পি। রোববার বি‌কে‌লে রাজধানীর আগারগাঁও‌য়ে ‌নির্বাচন ভব‌নে এ কথা জানান দল‌টির মূখ‌্য সমন্বয়ক নাসীরুদ্দীন পা‌টোয়ারী। তি‌নি ব‌লেন, আমরা শাপলা ক‌লি নেব। কিন্তু শাপলা কেন দেয়া হ‌লো না সেই ব‌্যাখ‌্যা আমরা এখনও পাইনি।

আগামীতে ধা‌নের শীষ এবং শাপলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হ‌বে- যোগ ক‌রেন পা‌টোয়ারী।