লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
পোস্ট ডেস্ক :

তথাকথিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করায় ময়মনসিংহে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইন (২৮), পরাণগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় চর শ্যামরামপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান (৬০) এবং পরাণগঞ্জের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সদস্য মো. চাঁন মিয়া (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে আওয়ামী লীগ ঘোষিত তথাকথিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আব্দুল রহমান এবং চাঁন মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে গতকাল শুক্রবার রাতে নগরীর শম্ভুগঞ্জ স্টেশন এলাকায় যুবলীগ নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।




