কানাইঘাটে ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে খুন!

Published: 9 November 2025

সিলেট অফিস :


সিলেটের কানাইঘাটে ডাকাতি করতে গিয়ে ডাকাত ফারুক ও মঈনের হামলায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হান্নান হানাই। রোববার সকাল ৮ টার দিকে উপজেলার ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান হানাই ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কয়েকদিন আগে জমি বিক্রি করেছিলেন। জমি বিক্রির টাকা রেখেছিলেন নিজ বাড়িতে। খবর পেয়ে যায় পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার চিহ্নিত ডাকাত ফারুক। এ টাকা হাতিয়ে নিতে ফাঁদ পাতে ফারুক। ভোর রাতে ৫ টার দিকে ফারুক ও তার সহযোগী মঈনসহ কয়েকজন আব্দুল হান্নান হানাইর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার সময় প্রতিরোধ করেন আব্দুল হান্নান হানাই। এ সময় তাদের উপর্যুপরি হামলায় তিনি গুরুতর আহত হন। পরে আব্দুল হান্নান হানাই কানাইঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে তারা নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ‘অভিযুক্তদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।’