ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে ধরা খেলেন শিক্ষিকা
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের অরোরা শহরের এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসিকা বার্গম্যান (৩৪)-এর বিরুদ্ধে একজন সাবেক ছাত্রের সঙ্গে অনৈতিক যৌন সম্পর্কের অভিযোগে একাধিক গুরুতর ফৌজদারি মামলা করা হয়েছে। ডুপেজ কাউন্টির স্টেট অ্যাটর্নি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বার্গম্যানের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করে যৌন নিপীড়ন, গুরুতর যৌন নির্যাতন সহ তিনটি পৃথক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ফক্স ৩২ শিকাগো।
ওহিটন পুলিশ অক্টোবর মাসে এক কিশোর ও এক প্রাপ্তবয়স্ক নারীর মধ্যে সন্দেহজনক সম্পর্কের খবর পায়। তদন্তে জানা যায়, ওই নারী হচ্ছেন অরোরার ওয়াশিংটন মিডল স্কুলের শিক্ষিকা জেসিকা বার্গম্যান। কিশোরটি একসময় তারই ছাত্র ছিল। বর্তমানে সে হাইস্কুলে অধ্যয়নরত। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীর হাইস্কুলের দ্বিতীয় বর্ষে পড়ার সময় বার্গম্যান তার সঙ্গে মোবাইল টেক্সট ও ফোনকলের মাধ্যমে যোগাযোগ শুরু করেন। পরবর্তীতে সম্পর্কটি যৌন সম্পর্কে পরিণত হয়। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নিয়মিতভাবে বার্গম্যানের বাড়িতে যেত এবং মাঝে মাঝে রাতেও সেখানে থাকত। সেখানে তাদের মধ্যে একাধিকবার যৌন সম্পর্ক হয়। এ অভিযোগে বার্গম্যানকে ৭ নভেম্বর গ্রেপ্তার করা হয়। ডুপেজ কাউন্টির স্টেট অ্যাটর্নি রবার্ট বার্লিন বলেন, বার্গম্যান যে গভীর আস্থার ও কর্তৃত্বের অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত ভয়ঙ্কর এবং আইনের সর্বোচ্চ কঠোরতায় এর জবাব দেয়া হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের কল্যাণে নিযুক্ত। তাদের দায়িত্ব শিক্ষার্থীদের পথনির্দেশ ও সুরক্ষা দেয়া, ক্ষতি করা বা শোষণ নয়। একজন শিক্ষক যখন নিজের ছাত্রকে এভাবে ব্যবহার করেন, তখন তিনি শুধু আইন ভঙ্গ করেন না। তিনি সমাজ, বিদ্যালয় এবং শিক্ষার্থীর পরিবারের বিশ্বাসও ভেঙে দেন। গ্রেপ্তারের পর বার্গম্যানকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, তিনি ভুক্তভোগীর সঙ্গে বা ১৮ বছরের কম বয়সী কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। বার্গম্যানের পরবর্তী আদালত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।




