লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পোস্ট ডেস্ক :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত নয়টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তাফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও অন্তকোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটবা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। এঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে
দলীয় ও পুলিশ সূত্র জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সাথে ছাত্রদল কর্মী ছোট কাউছারের সাথে আধিপত্য বিস্তার ও অন্তকোন্দল চলে আসছে। অভিযোগ রয়েছে, জহিরের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত সে। অপরদিকে ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র বেচা-কিনার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া কাউছার ফাঁসির দন্ড প্রাপ্ত ও একাধিক হত্যাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তবে নিহত আবুল কালাম জহির পশ্চিম লতিফপুর এলাকার মুনছুর আহমেদের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফয়েজুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে। তবে মাদক ব্যবসা ও অন্তকোন্দলের কারনে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জহিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৭টি মামলা রয়েছে। অপরদিকে অভিযুক্ত কাউছারের বিরুদ্ধে হত্যা ও অস্র আইনে বেশ কয়েকটি মামলাও রয়েছে।




