লেস্টার থেকে ঢাকায় তারা
পোস্ট ডেস্ক :

বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে। যার মূল কারিগর হামজা চৌধুরী। ধীরে ধীরে জনপ্রিয়তার তলানীতে নামা ফুটবল তো তারা আগমনেই জেগে উঠেছে। লেস্টার সিটির মিডফিল্ডারকে নিয়ে তাই উন্মাদনা ও আগ্রহ কম নয় দর্শক-সমর্থকদের।
হামজার খেলা দেখতেই তো এখন কানায় কানায় পূর্ণ হয় স্টেডিয়ামের গ্যালারি। দেশের ক্রীড়াঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট তিনি। তার খ্যাতির সাক্ষী হতেই বাংলাদেশে এসেছেন লেস্টার সিটির দুজন। তাদের একজন হচ্ছেন নিরাপত্তারক্ষী জে প্যাটম্যান ও ইংলিশ ক্লাবটির ভিডিও প্রডিউসার ড্যানিয়েল ট্যাগেট।
হামজাকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্যই বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ভিডিও প্রডিউসার ড্যানিয়েল ট্যাগেট। জাতীয় স্টেডিয়ামে হামজার অনুশীলন দেখার ফাঁকে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা আজ সকালেই এসেছি। সম্প্রতি সে ইংল্যান্ডের জাতীয়তা বদলে বাংলাদেশের হয়ে খেলছে। সেটারই একটা ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) বানাচ্ছি।
ইংল্যান্ডে গিয়ে আরো ভিডিও বানাব। এরপর এডিটিং আছে তাই প্রকাশ পেতে কয়েক মাস লাগবে।’
হামজা যতটুকু জানিয়েছে তার থেকেও বাংলাদেশি মিডফিল্ডারের জনপ্রিয়তা তুঙ্গে দেখে ভালোই লাগছে বলে জানিয়েছেন ট্যাগেট। ভিডিও প্রডিউসার বলেছেন, ‘বাংলাদেশে সে কতটা জনপ্রিয়—এটা দেখে সত্যিই ভালো লাগছে। হামজা বলেছিল আগে আমাকে।
কিন্তু এতটা হবে তা আমি ভাবিনি। ম্যাচের সময় হয়তো আরও বাড়ব। হামজা বলেছে, ম্যাচ নাকি সোল্ড আউট। হ্যাঁ, আমরা দেখতে চাই বাংলাদেশ কেমন, মানুষ হামজাকে কীভাবে গ্রহণ করছে, সে কতটা বড় সেলিব্রিটি। লেস্টারের ভক্তরা তো এগুলো দেখে না। তাদের সেই অভিজ্ঞতা দেখাতেই আমরা কাজ করছি।’
আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেদিন গ্যালারিতে বসেই হামজার খেলা ফ্রেমবন্দি করবেন ট্যাগেট। সর্বশেষ নেপাল ম্যাচের মতোই যদি ২৮ বছর বয়সী মিডফিল্ডার ম্যাজিক দেখাতে পারেন তাহলে উভয়ের জন্যই মুহূর্তটা সোনায় সোহাগা হবে।




