দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরের বাসিন্দা গ্রেপ্তার

Published: 16 November 2025

পোস্ট ডেস্ক :


ভারতের ফেডারেল সন্ত্রাসবিরোধী সংস্থা রবিবার জানিয়েছে, তারা কাশ্মীরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। তাকে গত সপ্তাহে দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় গাড়িচালকের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ওই বিস্ফোরণে আটজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছিল।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, তারা দিল্লিতে আমির রশিদ আলীকে গ্রেপ্তার করেছে।

হামলায় ব্যবহৃত গাড়িটি তার নামে নিবন্ধিত ছিল। সংস্থাটি অভিযোগ করেছে, আলী সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী—যাকে তারা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা উমর উন নবী হিসেবে চিহ্নিত করেছে—তার সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন।
সংস্থাটি বলেছে, আলী ওই গাড়ি কেনার সুবিধা করে দিতে দিল্লিতে এসেছিলেন, যেটিকে ‘ভেহিকল-বোর্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ হিসেবে ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

এনআইএ বলেছে, তারা তদন্তের জন্য নবীর আরেকটি গাড়ি জব্দ করেছে।

এ পর্যন্ত সংস্থাটি আহতদেরসহ ৭৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে।
গত সপ্তাহে ভারত সরকার বলেছিল, তারা গাড়িবোমা বিস্ফোরণটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে বিবেচনা করছে এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার বাইরে বিস্ফোরণটি ২০১১ সালের পর থেকে কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই শহরে এ ধরনের প্রথম বিস্ফোরণ।