হাসিনা-কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ট্রাইব্যুনালের

Published: 17 November 2025

পোস্ট ডেস্ক :


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার বেলা সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগে দায়ের করা মামলার রায় পড়ে শোনান ট্রাইব্যুনাল। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি বাকি দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।