ধানমন্ডি ৩২-এ এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ

Published: 17 November 2025

পোস্ট ডেস্ক :


এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ঢোকার চেষ্টা করা হলে একদল বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতার উপর লাঠিপেটাসহ সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা গেছে, ও একাধীক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী আহত হন। আজ সোমবার দুপুরের ১টার দিকে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এক্সকাভেটরসহ ভেতরে ঢোকার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনাসদস্য আসেন। ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও আসেন। আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আইনশৃঙ্খলা বাহিনী ফের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসনে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত থেমে থেমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া, একের পর এক সাউন্ডগ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ -এর প্রবেশমুখ ও এর আশে পাশে জড়ো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়ার জন্য এসব পদক্ষেপ নিচ্ছেন।