ব্রাজিলে কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন‍্যুতে অগ্নিকাণ্ড

Published: 20 November 2025

পোস্ট ডেস্ক :


ব্রাজিলে জাতিসংঘের কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের একটি প্যাভিলিয়নে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার এই আগুন লাগার পর আতঙ্কিত প্রতিনিধিরা দৌড়িয়ে বেরিয়ে যান।

আমাজনের ধারে বেলেম শহরে বিশাল তাঁবুতে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের ভেতরে এবং বাইরে ধোঁয়া উড়তে শুরু করলে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রাজিলের কপ-৩০ আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, অগ্নিনির্বাপক ও নিরাপত্তা দল তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। তারা স্থানটি পর্যবেক্ষণ করছে।

কপ৩০ সম্মেলনের প্রবেশপথের কাছে একটি দেশের প্যাভিলিয়নে আগুনের সূত্রপাত হয়।
দুই সপ্তাহব্যাপী সম্মেলনের একদিন বাকি থাকায় জীবাশ্ম জ্বালানি, জলবায়ু অর্থায়ন এবং বাণিজ্য ব্যবস্থা নিয়ে অচলাবস্থা ভাঙার লক্ষ্যে মন্ত্রীরা যখন আলোচনায় ব্যস্ত ছিলেন, তখনই আগুনের ঘটনা ঘটল।