ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প, নিহত ৬, আহত দুই শতাধিক

Published: 21 November 2025

বিশেষ সংবাদদাতা, ঢাকা :


শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুই শতাধিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে এ ঘটনা ঘটে।

ঢাকা

ভূমিকম্পের কাঁপুনিতে রাজধানীতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন নিহত হয়েছেন। বংশাল থানার এসআই আশিষ কুমার ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে মানবজমিনকে বলেন, ‘কসাইটুলিতে তিনজন মারা গেছেন। তারা পথচারী। এখনো তাদের পরিচয় জানা যায়নি।’

স্থানীয়রা জানায়, ভূমিকম্পের সময় ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এছাড়া রাজধানীর বাড্ডা লিংক রোড, রামপুরার বৌ বাজার লোহার গেট এলাকার কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য এসেছে। পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ভবনে ফাটল ধরেছে।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের ১০ মাসের একটি শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগমসহ (৩০) আরও দুজন আহত হন।

নরসিংদী

নরসিংদীর গাবতলীতে ভূমিকম্পে দেয়াল চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে পলাশে মাটির দেয়াল চাপা পড়ে আরেক বৃদ্ধা নিহত হয়েছেন।

আহত দুই শতাধিক

এছাড়া ঢাকা, নরসিংদী ও গাজীপুরে দুই শতাধিক আহত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

অন্যদিকে ভূমিকম্পের সময় গাজীপুরের শ্রীপুরে আতঙ্কে বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে কেওয়া পূর্ব খন্ড গারোপাড়া এলাকায় ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর জেলা সিভিল সার্জন মামুনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিদের মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১৩০ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আরও ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।