দুবাই এয়ার শোতে বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

Published: 21 November 2025

পোস্ট ডেস্ক :


দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় বিধ্বস্ত হয়েছে ভারতীয় যুদ্ধ বিমান তেজস। এতে পাইলটের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী (আইএএফ)। শুক্রবার বিকেলে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের (এইচএএল) তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

আইএএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, পাইলট প্রদর্শনের এক মুহূর্তে নেগেটিভ জি-ফোর্স টার্ন থেকে পুনরুদ্ধার করতে পারেননি। নেগেটিভ জি-ফোর্স হলো এমন বল যা মহাকর্ষের বিপরীত দিকে চাপ ফেলে। তেজস এমন কৌশল প্রদর্শনে সক্ষম হলেও এদিন ভিডিওতে দেখা যায় বিমানের আচমকা ফ্রি-ফল শুরু হয়। এসময় কোনো গ্লাইড দেখা যায়নি। দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি সম্পূর্ণ পোড়া ও বিকৃত অবস্থায় রয়েছে।

দুবাই এয়ার শো বিশ্বের বৃহত্তম এভিয়েশন প্রদর্শনীগুলোর একটি। এবারের আয়োজনে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বহু-বিলিয়ন ডলারের বিমান কেনার ঘোষণা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এমন সময় তেজসের দুর্ঘটনা দর্শকদের স্তম্ভিত করে দেয়। দর্শকরা রানওয়ের পাশের এনক্লোজারে বসে প্রদর্শনী দেখছিলেন। হঠাৎ তেজসের উচ্চতা দ্রুত কমতে থাকে এবং এর কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়ে আগুনের গোলায় পরিণত হয়। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় দর্শকদের মধ্যে।

গত দুই বছরের মধ্যে এটি তেজসের দ্বিতীয় দুর্ঘটনা। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমেরে একটি তেজস বিধ্বস্ত হয়েছিল, তবে সেখানে পাইলট নিরাপদে ইজেক্ট করতে পেরেছিলেন। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন থেকে তেজসের এটি ছিল ইতিহাসের প্রথম দুর্ঘটনা। তেজস ৪.৫-জেনারেশনের মাল্টি-রোল কমব্যাট বিমান, যা আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকট যুদ্ধ মিশনে ব্যবহৃত হয়। এটি বিশ্বের অন্যতম হালকা ও ছোট যুদ্ধবিমান।

ভারতের বিমানশক্তি আধুনিকীকরণে তেজস কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে ফ্লাইং ড্যাগার্স স্কোয়াড্রনে প্রথম তেজস যুক্ত হয়। এ বছর সেপ্টেম্বরেই কেন্দ্র সরকার এইচএএল-এর সঙ্গে ৯৭টি অতিরিক্ত তেজস কেনার চুক্তি করেছে। যার ডেলিভারি শুরু হবে ২০২৭ সাল থেকে।