ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

Published: 22 November 2025

পোস্ট ডেস্ক :


রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

এরআগে শুক্রবার নরসিংদীর মাধবদীতে সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে ১১ জনের প্রাণহানীসহ কয়েকশ’ ব্যক্তি আহত হন। ওই ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই একই জেলার পলাশ উপজেলায় শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ফের ভূকম্পন হয়।