৬৪ দিন সূর্য দেখবে না যুক্তরাষ্ট্রের যে শহর

Published: 22 November 2025

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের একটি শহর একটানা কয়েক মাস অন্ধকারে ডুবে থাকবে। শহরটি হলো আলাস্কার উটকিয়াগভিক। এই শহরের বাসিন্দারা সূর্যকে বিদায় জানাচ্ছেন। কারণ, আগামী ৬৪ দিন তারা আর সূর্যালোক দেখতে পাবেন না। সেখানে শুরু হয়েছে বার্ষিক পোলার নাইট। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরও বলা হয়, পৃথিবীর অক্ষের ঢালু অবস্থানের কারণে ঘটে এই ঘটনা। ফলে উটকিয়াগভিক ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সরাসরি সূর্যের আলো পাবে না। ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এই শহরের জনসংখ্যা প্রায় ৪৪০০। চরম আবহাওয়ার সঙ্গে তারা বেশ পরিচিত। উটকিয়াগভিক শহরের পুরনো নাম ব্যারো।

যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরে যেসব বসতি আছে, এটি তার মধ্যে অন্যতম। এটি আলাস্কার নর্থ স্লোপ অঞ্চলে আর্কটিক মহাসাগরের কাছেই অবস্থিত। যদিও শহরটি দীর্ঘ অন্ধকার পার করবে, তবুও পুরোপুরি কালো অন্ধকার থাকবে না। বাসিন্দারা প্রতিদিন কিছু সময় সিভিল টুইলাইট দেখবেন। এটি ভোরের আগের মৃদু নীল আলো। সূর্যালোকের অনুপস্থিতির কারণে শহরের তাপমাত্রা দ্রুত নেমে যাবে। কারণ দিনের তাপ আর পাওয়া যাবে না। পোলার নাইট আর্কটিক অঞ্চলের আবহাওয়া ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এটি পোলার ভর্টেক্স নামক ঠাণ্ডা বায়ুর ঘূর্ণাবর্ত গঠনে ভূমিকা রাখে। যা মাঝে মাঝে দক্ষিণ দিকে নেমে গিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রচণ্ড শৈত্যপ্রবাহ সৃষ্টি করতে পারে।

কঠোর আবহাওয়া সত্ত্বেও উটকিয়াগভিকের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস আছে। শহরের ওয়েবসাইট উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এখানে খ্রিস্টীয় পঞ্চম শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পর্যন্ত রয়েছে। প্রতি বছর পৃথিবীর অক্ষ ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণে সূর্য প্রায় দুই মাস দিগন্তের নিচে চলে যায়। ফলে উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলো শীতকালীন সময় সূর্যালোক পায় না। ওয়াশিংটন পোস্ট-এর তথ্যমতে, ২৩.৫ ডিগ্রির মধ্যে থাকা এলাকাগুলো পৃথিবীর ছায়ায় ঢেকে যায়। ৭১.১৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত উটকিয়াগভিক পুরোপুরিই আর্কটিক বৃত্তের ভেতরে। ফলে এই চরম প্রাকৃতিক ঘটনা এখানে প্রতি বছরই ঘটে।

শহরের প্রায় ২৫ শতাংশ দিনে তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে ওঠে না এবং বরফ গলার মতো উষ্ণতা মাত্র ৩৭ শতাংশ সময় দেখা যায়। সেখানে শীতে টানা ৬০ দিনের বেশি অন্ধকার থাকে। গ্রীষ্মে প্রায় তিন মাস ধরে সূর্য অস্ত যায় না। শহরের মানুষ এই চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজেদের। এমনকি এখানে যুক্তরাষ্ট্রের সর্বউত্তরের ফুটবল দলও রয়েছে- যারা ব্যারো হাই স্কুলে মৌসুমী খেলায় অংশ নেয়। উটকিয়াগভিক শহর পরবর্তী সূর্যোদয় দেখবে স্থানীয় সময় ২৬ জানুয়ারি ২০২৬ দুপুর ১টা ২৩ মিনিটে, যা পোলার নাইটের সমাপ্তি ঘটাবে।