জলবায়ু পরিবর্তনের ভয়াবহ মূল্য দেবে আফ্রিকা: জাতিসংঘ মহাসচিব

Published: 23 November 2025

পোস্ট ডেস্ক :


জলবায়ু পরিবর্তনে খুব কম ভূমিকা রাখলেও আফ্রিকাকেই এ জন্য চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ নেতাদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

গুতেরেস বলেন, বিশ্ব ইতোমধ্যেই ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ফলে সাময়িকভাবে এ সীমা অতিক্রম করাই অনিবার্য। এখন প্রয়োজন এটিকে যতটা সম্ভব ছোট, স্বল্পমেয়াদি ও নিরাপদ রাখা। তিনি বলেন, যেভাবেই হোক ভয়াবহ পরিণতি আসবেই। আরও তীব্র দাবদাহ, বন্যা, ঘূর্ণিঝড় ও খাদ্যসংকটের বিষয়ে সতর্কা করেন মহাসচিব। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় তহবলি বৃদ্ধির আহ্বান জানান তিনি।

গুতেরেস জি-২০ দেশগুলোর নেতৃত্ব ও সহায়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, একটি সহনশীল বিশ্ব গড়তে অভিযোজন ঘাটতি দূর করা জরুরি। যা জলবায়ু ন্যায়বিচারের অন্যতম শর্ত। ২০৩০ সালের মধ্যে তহবিল তিন গুণ করার লক্ষ্য নির্ধারণের কথা বলেন জাতিসংঘ মহাসচিব।