পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৬

Published: 24 November 2025

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ও তিনজন নিরাপত্তা সদস্য বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
স্থানীয় দৈনিক ডন জানায়, সোমবার সকালে তিনজন আত্মঘাতী হামলাকারী সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়।

 

এদের একজন গেটের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। বাকি দুইজন ভেতরে ঢোকার চেষ্টা করলে এফসি সদস্যরা গুলি চালিয়ে তাদের হত্যা করে। বিস্ফোরণে গেটের কাছে অবস্থানরত তিন এফসি সদস্য নিহত হন। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এ সদর দপ্তরের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সন্দেহ করা হচ্ছে ভেতরে আরও হামলাকারী থাকতে পারে। তাই সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে।

ডন জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং তাদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল।
এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এর সঙ্গে তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) এর সঙ্গে জড়িত থাকতে পারে। কেননা অতীতে সশস্ত্র এই সংগঠনের এমন হামলার রেকর্ড রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ ও আফগান তালিবান সরকারের মধ্যকার উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।