লন্ডনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে জমিয়ত মনোনীত প্রার্থীর পক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Published: 25 November 2025

স্টাফ রিপোর্টার :


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর সমর্থনে লন্ডনে বসবাসরত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বাসিন্দাদের নিয়ে এক মত বিনিময় সভা সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ফর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেমে দ্বীন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের প্রধান উপদেষ্টা এবং কাউন্সিল অব মস্ক টাওয়ার হেমলেটস এর চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা সামছুল হক।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব আঙ্গুরা মোহাম্মদপুর কমিউনিটি সংস্থার প্রধান উপদেষ্টা দুলাল উদ্দিন রায়হান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে‘র শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহি উদ্দিন, জমিয়তের উলামায়ে ইসলামের ইউরোপের যুগ্ম সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, আস শিহাব পরিষদ ইউকের সাধারন সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, শালেশ্বর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারন সম্পাদক ফয়সল আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম এর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ নছির উদ্দিন আহমদ, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা মুফতি আজিম উদ্দিন, মাওলানা নাজির হোসেন, মাওলানা সুলায়মান, মাওলানা আবু সুফিয়ান, হাজি আব্বাস উদ্দিন, হারুনুর রশিদসহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিশিষ্টজনেরা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন, জামিল বদরুল, মাওলানা সাইফুর রহমান।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের খেদমতের জন্য উপযুক্ত প্রার্থী হচ্ছেন হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। যার প্রতিটি কর্মই মানুষের খেদমতের জন্য। তাই সকলে মিলে কোরআনের এই খাদেমের পক্ষে কাজ করলে ইনশাআল্লাহ তার বিজয় নিশ্চিত হবে।
বক্তরা দেশে অবস্থানরত আত্মীয় স্বজনকে খেজুরগাছ প্রতিকে ভোট দেওয়ার আহবান করার পাশাপাশি পোস্টাল ভোটে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে বিজয়ী করার জন্য গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণকে আহবান জানান।
বক্তারা বলেন, হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম কারো আমানত খেয়ানত করবেন না। তিনি মানুষের জীবনমানের উন্নয়নসহ এলাকার উন্নয়নে তার মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করবেন। যার ফলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ তাদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না।
মত-বিনিময় সভার সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ হাফিজ মাওলানা সামছুল হক বলেন, যার ভেতরে কোরআনের আলো আছে, সে কখনো মানুষকে ঠঁকাতে পারে না। জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থীরাও জনগণকে ঠঁকাবে না। মিথ্যাচারের মাধ্যমে অবৈধ অর্থের পাহাড় গড়তে যাবেন না। তিনি হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের পেছনের নানা কর্মকাণ্ড তুলে ধরে বলেন, এই প্রার্থী নির্বাচন করার আগেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের কল্যাণে কাজ করে তার যোগ্যতা ইতোমধ্যে প্রমাণ করেছেন। আর তাঁকে নির্বাচিত করলে তিনি মনে প্রাণে এলাকার মানুষের কল্যাণে কাজ করে প্রমাণ করবেন সঠিক জায়গায় সঠিক আমানত রাখলে কি উপকারে আসে। তাই এবারের নির্বাচনে খেজুর গাছ প্রতিকে ভোট প্রদান করার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান তিনি।