হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩

Published: 26 November 2025

পোস্ট ডেস্ক :


হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে একজন দমকলকর্মীসহ কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এসময় বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ওয়াং ফুক কোর্টে মোট আটটি ব্লক এবং ১,৯০০–এর বেশি ফ্ল্যাট রয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঘটনাস্থলে আকাশে প্রচণ্ড কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন দ্রুত কমপ্লেক্সের আটটি ব্লকের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আগুন লাগার পর তারা একাধিকবার মানুষের আটকা পড়ার খবর পেয়েছে। খবর অনুযায়ী, একজন পুরুষ এবং একজন মহিলা অচেতন অবস্থায় এবং পুড়ে যাওয়া অবস্থায় রয়েছেন।

প্রথমে আগুনকে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল, তবে বিকাল ৩:৩৪ মিনিটে তা ৪ নম্বরে এবং সন্ধ্যা ৬:২২ মিনিটে সর্বোচ্চ স্তর ৫–এ উন্নীত করা হয়। হংকংয়ে আগুনকে এক থেকে পাঁচ স্কেলে মূল্যায়ন করা হয়, যেখানে উচ্চতর সংখ্যা বেশি তীব্রতা নির্দেশ করে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটের বাইরে বাঁশের ভারা আগুনে পুড়ে গেছে এবং সবুজ ভারা জালের জ্বলন্ত অংশ মাটিতে পড়ে আছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।