ইমরান খানের মৃত্যুর গুজব
পোস্ট ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ইন্টারনেটে একটি জল্পনা আর গুজবে সয়লাব। বলা হচ্ছে, পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন। এর প্রেক্ষিতে পাকিস্তান সরকার বিবৃতি দিতে বাধ্য হয়েছে। তারা বলেছে, ইমরান খান সুস্থ আছেন। তিনি জেলেই সব সুবিধা পাচ্ছেন। তার মারা যাওয়ার গুজব আরও তীব্র হয়েছে, যখন তার তিন বোন অভিযোগ করেছেন তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে রাষ্ট্রীয় বাহিনীর হাতে মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছেন।
ইমরান খানের বোন নোরিন নিয়াজি, আলিমা খান এবং ড. উজমা খান দাবি করেছেন, তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারেননি। এরই মধ্যে আফগানিস্তানভিত্তিক একটি সংবাদে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেয়া হয়েছে। দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খান ট্রেন্ডিং জনপ্রিয়তা পেয়েছে। আফগানিস্তান টাইমস-এর প্রতিবেদন দাবি করেছে, ৭২ বছর বয়সী এই নেতা নিরাপত্তা হেফাজতে ‘নির্যাতনে’ মারা গেছেন। তার মৃতদেহ নাকি কারাগার থেকে গোপনে সরিয়ে নেয়া হয়েছে।
বেলুচিস্তানের স্বঘোষিত পররাষ্ট্র মন্ত্রণালয়ও দাবি করে, ইমরান খানকে আদিয়ালা জেলেই হত্যা করা হয়েছে। এক্সে দেয়া তাদের পোস্টে অভিযোগ করা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনির পিটিআই চেয়ারম্যানকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। পোস্টে আরও বলা হয়, ‘যদি এ তথ্য সত্য প্রমাণিত হয়, তবে তা সন্ত্রাসী পাকিস্তানের সম্পূর্ণ পতনের সূচনা করবে। সত্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শেষ বৈধতাও ধ্বংস হয়ে যাবে।’
তবে এ পর্যন্ত এসব দাবি কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। পক্ষান্তরে পাকিস্তান সরকারও আফগানিস্তান টাইমস-এর খবরকে ভিত্তিহীন বলেছে। এ বছরের মে মাসে ইমরান খানের তথাকথিত মৃত্যুর যে ভুয়া খবর ছড়ানো হয়েছিল, তার সঙ্গেও তারা তুলনা করেছে। হাসপাতালে ইমরান খানের পুরোনো একটি ছবি ভাইরাল হলেও তা ভুয়া বলে জানানো হয়েছে। এরপর ইমরান খানের বোন আলিমা খান ও পিটিআই সমর্থকরা আদিয়ালা জেলের কাছে গোরখপুর চেকপোস্টে চলা অবস্থান কর্মসূচি তুলে নেন।




