ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

Published: 28 November 2025

পোস্ট ডেস্ক :


ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ভারত সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে বলেছে কেন্দ্র। কিন্তু রাজ্যের তরফে স্পষ্ট অবস্থান এখনো জানায়নি।

রাজ্য সরকার এদিন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ বলেন, ‘‘এর আগের নির্দেশে আমরা রাজ্যের কাছ থেকে একটি ইতিবাচক রিপোর্ট চেয়েছিলাম। আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়া দেশের নিরাপত্তার বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয়ে অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়।’’ পরে রাজ্যকে এক সপ্তাহ সময় দেওয়ার কথা জানায় হাই কোর্ট। তার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট সন্তোষজনক না হলে টানা শুনানি করবে হাইকোর্ট।

ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গের অংশে ২২১৭ কিলোমিটার বিস্তৃত। এর মধ্যে ১৬৪৮৭.৬৯৬কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া হলেও ৫৬৯.০৪ কিলোমিটারে এখনো বেড়া দেয়া হয়নি। আবার এই অরক্ষিত অংশের মধ্যে ১১২.৭৮০ কিলোমিটারে বেড়া দেয়া সম্ভব নয়। বাকী ৪৫৬.২২৪ কিলোমিটার অংশের মধ্যে ৭৭.৯৩৫ রাজ্য সরকার জমি হস্তান্তর করেছে। সেই অংশে অবকাঠামো তৈরির কাজও শুরু হতে চলেছে। কিন্তু বাকী ৩৭৮.২৮৯ কিলোমিটার অংশের জমি অধিগ্রহণ ও হস্তান্তর নিয়ে রাজ্য সরকার টালবাহানা করছে বলে অভিযোগ। এর আগেও এই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল আদালত।