যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

Published: 30 November 2025

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটন শহরে এক শিশুর জন্মদিন অনুষ্ঠানে বন্দুক হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে এ ঘটনায় আরও ১০ জন আহত হন। এ সংক্রান্ত বিবিসির এক খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশু রয়েছে। আহতদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রাথমিকভাবে এটি টার্গেটেড হামলা বলেই ধারণা করা হচ্ছে।

সান হোয়াকিন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে এ হামলা ঘটে। তারা প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ বা ঘটনার কোনো তথ্য থাকা ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। শেরিফ দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট ঘটনাটিকে অকল্পনীয় বলে উল্লেখ করে বলেন, তদন্ত অত্যন্ত সক্রিয়ভাবে চলছে এবং তথ্য এখনো সীমিত। প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি টার্গেটেড হামলা হতে পারে। তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন।

স্টকটনের মেয়র ক্রিস্টিনা ফুগাজি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পরিবারগুলোর এখন ঘরে থাকার কথা ছিল, হাসপাতালে নয় বা প্রিয়জনের বাঁচার আশায় প্রার্থনা করে নয়। যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়াতেই সবচেয়ে কঠোর অস্ত্র আইন রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব আইনি বাধা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২১ সালে এক ফেডারেল বিচারক রাজ্যের এআর-১৫ ধরনের অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধকরণ আইন বাতিল করেন। পরের বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নিউ ইয়র্কের অস্ত্র বহন-সংক্রান্ত আইন বাতিল করলে ক্যালিফোর্নিয়ার অনুরূপ বিধিনিষেধও ঝুঁকিতে পড়ে।