শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে

Published: 4 December 2025

পোস্ট ডেস্ক :


আজ মধ্যরাতে কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল গেইটের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্তের পর দোহা থেকে রওনা হচ্ছে কাতার আমীরের সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় গতকাল বুধবার বিকালে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। তার চিকিৎসায় সহায়তা করতে গতকালই যোগ দেন চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল। এর আগে গত ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি দল ঢাকায় আসে।

অন্যদিকে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রামণের অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।