কুলাউড়া ও লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

Published: 5 December 2025

পোস্ট ডেস্ক :


মৌলভীবাজারের কুলাউড়া ও লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। কুলাউড়া (মৌলভী বাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুখিরাম উরাং মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ২টায় ১৮৪৪নং পিলারে কাছে। পিলারের পাশে তাদের কিছু কৃষি জমি রয়েছে। দুপুরবেলা সুখিরাম ওই জমিতে তাদের গৃহপালিত কয়েকটি গরু চরানোর জন্য নিয়ে যায়। বেলা দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তিনি দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। বিএসএফের গুলিতে তার শরীর ঝাঁজরা হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুখিরাম। স্থানীয়দের অভিযোগ মুরইছড়া সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই সুখিরাম উরাংয়ের ওপর গুলি চালায় বিএসএফ।

স্থানীয় বাসিন্দা শাহজাহান কবির জানান, সুখিরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে অনেক জায়গা দৌড়ে এসে মাটিতে পড়ে যায়, তাৎক্ষণিক এগিয়ে গিয়ে আমরা তাকে পানি খাওয়াই। তখনও সে জীবিত ছিল। পরে গাড়ি এনে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। শাহজাহান আরও বলেন, নিহত সুখিরাম উরাং ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতো। ১৫-২০ দিন আগে সে ছুটিতে বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের কৃষিকাজে সহযোগিতা করছিল। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন জানান, নিহত সুখিরামের পেছনে ডানপাশের পাজরে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সি ও লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, মুরইছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি বিএসএফ অস্বীকার করেছে। এ নিয়ে বর্তমানে এলাকায় দু’দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের পাটগ্রাম জগতবেড় সীমান্তে বিএসএফ-এর গুলিতে সবুজ মিয়া নামের এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। গতকাল ভোরে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহত সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভাণ্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। বিএসএফ ওই বাংলাদেশির লাশ ভারতে নিয়ে গেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন কৃষক সীমান্ত দিয়ে ভারতের দিকে প্রবেশ করে। এ সময় চোরাকারবারি ভেবে ভারতের ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজ মারা যায়। বাকিরা পালিয়ে আসে। পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। এ ব্যাপারে ৬১ বিজিবি’র পাটগ্রাম শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দু’পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে।