পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প হবে না: মমতা

Published: 11 December 2025

পোস্ট ডেস্ক :


পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি। নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না। সবাইকে স-সম্মানেই রক্ষা করব। বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগরে এক সভা থেকে এই ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বক্তব্য দেন মমতা। বলেন, ইলেকশন এখনও ডিক্লেয়ার হয়নি। তুমি ডিএমদের ভয় দেখাচ্ছো কেন? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো। আমরা তো বলেছিলাম, সময় নিয়ে এসআইআর করো, তাড়াহুড়ো কেন? হোয়াই সো হাঙ্গরি? ভোটের জন্য। এরপরই বিজেপিকে নিশানা করে তার কড়া মন্তব্য, ভাল করে মনে রাখবেন, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী আরও জানান, তার কানে খবর এসেছে, যারা ঠাকুরদা-ঠাকুমার নাম প্রমাণ হিসেবে দিয়েছেন, তাদের নাকি হিয়ারিংয়ে ডেকে নাম বাতিল করা হতে পারে। তার কটাক্ষ, এরা ভোট করছে লুট, আর বলছে ঝুট। এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই লিস্ট ধরে ভোট করবেন? এটাই ইচ্ছা তো। বিহারে যা করেছেন, বাংলায় হবে না। এজেন্সি দিয়েও নয়।

সম্প্রতি ব্রিগেডে গীতাপাঠের সভাস্থলে আমিষ প্যাটিস বিক্রি করার অভিযোগে বিক্রেতাদের হেনস্তা ও মারধরের ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রতিবাদে সরব হয়েছেন। ইতিমধ্যে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী বলেন, প্যাটিস বিক্রেতাদের মারধর করা হয়েছে। কাল সবকটাকে গ্রেফতার করেছি। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। এরপরেই ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিকে বিঁধে তিনি বলেন, গীতাপাঠ আমরা সবাই করি। তার জন্য পাবলিক মিটিং করার কী আছে? তার বক্তব্য, ধর্মাচারণ ব্যক্তিগত, তা রাজনৈতিক প্রদর্শনের বিষয় হওয়া উচিত নয়।
নির্বাচনের আগে রাজ্যে সড়ক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী।