ব্রিস্টল মিউজিয়াম থেকে বৃটিশ উপনিবেশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি

Published: 12 December 2025

পোস্ট ডেস্ক :


দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বৃস্টল মিউজিয়ামের সংগ্রহশালা থেকে বৃটিশ উপনিবেশ আমলের ঐতিহাসিক ছয় শতাধিক শিল্পকর্ম ও নিদর্শন চুরি হয়েছে বলে জানিয়েছে অ্যাভন ও সামারসেট পুলিশ। বৃহস্পতিবার চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানান, সেপ্টেম্বরের ২৫ তারিখ ভোরে মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে এসব ঐতিহাসিক নিদর্শন চুরি করা হয়। এ খবর দিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, চুরি হওয়ার দুই মাস আগে কেন বিষয়টি প্রকাশ করা হলো তা স্পষ্ট করেনি পুলিশ। তবে তারা ঘটনাস্থলের আশেপাশে দেখা চারজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চায়। ব্রিস্টল সিটি কাউন্সিল জানায়, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পদক, ব্যাজ, অলঙ্কার, হাতির দাঁতের অলংকার, রুপার জিনিস, ব্রোঞ্জ মূর্তি ও ভূতাত্ত্বিক নমুনা।
কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এসব নিদর্শন বৃটিশ উপনিবেশের সঙ্গে সম্পর্কিত। যার মধ্যে বিভিন্ন দেশের ইতিহাসের দুইশ বছরের ছাপ রয়েছে। তদন্তকারী কর্মকর্তা ড্যান বারগান জানান, এটি শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষতি। তিনি বলেন, চুরি হওয়া অনেক সামগ্রীই ছিল দান, যা বৃটিশ ইতিহাসের বহুস্তরীয় অধ্যায় সম্পর্কে ধারণা দেয়। আমরা আশা করি জনগণের সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

ব্রিস্টলের ইতিহাস আটলান্টিকপারের দাসব্যবসার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ১৮০৭ সালে দাসব্যবসা নিষিদ্ধ হওয়ার আগে এখানকার জাহাজ অন্তত ৫ লাখ আফ্রিকানকে জোরপূর্বক দাস হিসেবে পরিবহন করেছিল। সেই লাভেই গড়ে ওঠে শহরের বহু জর্জিয়ান স্থাপত্য।
মিউজিয়ামের বৃহত্তর সংগ্রহে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সামগ্রী, আফ্রিকান পোশাক, নথিপত্র, ছবি, অডিও রেকর্ডিংসহ নানা ঐতিহাসিক উপাদান। যা চ্যালেঞ্জিং ও বিতর্কিত এক সময়ের বৈচিত্র্যময় জীবন ও ভূদৃশ্যের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত।
২০২০ সালে শহরটি বিশ্বব্যাপী আলোচনায় আসে যখন বর্ণবাদবিরোধী আন্দোলনে ১৭শ শতকের দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের মূর্তি ভেঙে রিভার অ্যাভনে ফেলে দেওয়া হয়। পরে মূর্তিটি উদ্ধার করে স্থানীয় মিউজিয়ামে প্রদর্শন করা হয়।