দানবীর মুহিবুর রহমান মুহিব পাচ্ছেন প্রবাসী সম্মাননা পদক
স্টাফ রিপোর্টার :

প্রবাসের মাটিতে থেকে দেশ মাতৃকার টানে দেশের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতি সরূপ বাংলাদেশ সরকার কতৃক মানবিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা দানবীর মুহিবুর রহমান মুহিব ‘ Expatriate Honor Award 2025.” ( প্রবাসী সম্মাননা পদক ২০২৫) নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁকে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর সকালে সিলেট শাহী ইদগাহস্থ শিল্পকলা এডাকেমির হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তাঁর হাতে এই পদক তুলে দিবেন প্রশাসনের শীর্ষ কর্তারা।
মুহিবুর রহমান মুহিব এমন একজন ব্যক্তি যিনি তাঁর শৈশবকাল থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার মানবিক কর্মকাণ্ড দেশে বিদেশে প্রশংসার দাবী রেখেই যাচ্ছে। তিনি বর্তমানে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সিনিয়ির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইতোপূর্বে বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতিসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত থেকে নিজেকে এলাকার মানবতার কল্যাণে বিলিয়ে দিচ্ছেন।
মুহিবুর রহমান মুহিব তার দায়িত্ব পালনকালে বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যানারে বিয়ানীবাজারের গৃহহীনদের মধ্যে গৃহদান, কর্মহীন মানুষের মধ্যে কর্মস্ংস্থানের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেন।
করোনাকালে তাঁর মহতি উদ্যোগের প্রশংসা পায় দেশ বিদেশে। সিলেটে ২টি পূনাঙ্গ করোনা আইসোলেশন সেন্টার স্থাপণ, বিয়ানীবাজার সরকারী হাসপাতালে করোনা রোগীদের বিশেষ সেবাদানের জন্য অত্যাধুনিক চিকিতসা সামগ্রী প্রদান করে করোনা আইসোলেশন সেন্টারে সহযোগিতা এবং বিভাগের প্রতিটি উপজেলা ও জেলা সদরে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনট্রেটরসহ করোনা চিকিতসা সামগ্রী প্রদান করে মানুষের জীবন বাঁচাতে তার নেতৃত্বে প্রবাসীরা এগিয়ে আসেন।
তাঁর উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন ইউকে‘র ব্যানারে সিলেট বিভাগের বিভিন্ন মাদ্রাসায় প্রদান করা হয় শিক্ষার্থীদের মধ্যে শীতের উন্নতমানে জ্যাকেট। তাঁর বাবার নামে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে ‘আলহাজ্ব আরব আলী‘ লাইব্রেরী প্রতিষ্টা করেন। এছাড়াও স্থানীয় ও সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় তিনি নিয়মিত দান করে যাচ্ছেন।




