মহান বিজয় দিবসে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের পুষ্পার্ঘ্য অর্পণ

নিলুফা ইয়াসমীন হাসান, লন্ডন: মহান বিজয় দিবসে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের পক্ষ থেকে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের বেদিতে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন ১৬ই ডিসেম্বর। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে বিভীষিকাময় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান বিজয়। মুক্তিযদ্ধের অকুতোভয় বীরদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, উপদেষ্টা নাজির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইকো, সহ-সভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহারুন আহমেদ, ইসি মেম্বার মারুফ চৌধুরী, মাহফুজা রহমান, এম কে মিলন, মাহমুদা চৌধুরী এবং আশরাফুন হুসেন জুমনি, সাকির আহমেদ, সানজিদা, শফিক আহমেদ, নিজামুল হক প্রমুখ।

শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ অর্পনের পর উপস্থিত সকলে ৫৫তম বিজয় দিবসে বাঙালি জাতির শৌর্যবীর্য ও বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিনকে স্মরণ করে বক্তব্য প্রদান করেন।
তাঁরা বলেন, যাদের আত্মত্যাগে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, আমরা আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্যাপন করছি ।

তাঁরা আরো বলেন, বাষট্টি, ঊনসত্তর ও সত্তর শেষ করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির পরাধীনতার শেকল ভেঙ্গে, ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ ৯ মাস পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ, বিজয়ের দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ও বুদ্ধিজীবী হত্যা করে। অবশেষে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী সেনাদের পরাস্ত করে। ১৬ই ডিসেম্বর পাকিস্তানী সেনারা আত্মসমর্পন করার মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে আত্মত্যাগকারী সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।





