কাওরান বাজারে প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, আগুন
পোস্ট ডেস্ক :

রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে শুরু হওয়া বিক্ষোভ মিছিলের একটি অংশ কাওরান বাজারে এসে প্রথমে প্রথম আলো’র নিজস্ব ভবনে হামলা ও ভাঙচুর শুরু করে। ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধরা প্রথম আলোর নিজস্ব ভবনে প্রবেশ করে ভেতরের নথিপত্র ও আসবাব নীচে ফেলে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন।

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত ডেইলি স্টার পত্রিকা অফিসেও হামলা এবং ভাঙচুর চালান।

এক পর্যায়ে ডেইলি স্টার ভবনের নীচ তলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় ভবনের উপরের তলায় বেশ কিছু মানুষ আটকা পড়েন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।




