ম্যাখোঁর সঙ্গে আলোচনায় পুতিনের প্রস্তুত থাকাকে স্বাগত ফ্রান্সের

Published: 21 December 2025

পোস্ট ডেস্ক :


ফ্রান্সের প্রেসিডেন্সি রবিবার জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে নতুন করে সংলাপের আহ্বান জানানোয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—এটিকে তারা স্বাগত জানাচ্ছে।

এলিসে প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘এই পদ্ধতির বিষয়ে ক্রেমলিনের প্রকাশ্য সম্মতি একটি ইতিবাচক বিষয়। আগামী কয়েক দিনের মধ্যে আমরা কিভাবে এগোনো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

তবে ফরাসি প্রেসিডেন্সি জোর দিয়ে বলেছে, মস্কোর সঙ্গে যেকোনো আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে ‘পূর্ণ স্বচ্ছতার’ ভিত্তিতে করা হবে এবং লক্ষ্য থাকবে ইউক্রেনের জন্য একটি ‘দৃঢ় ও টেকসই শান্তি’ নিশ্চিত করা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, পুতিন তার ফরাসি সমকক্ষের সঙ্গে ‘সংলাপে বসতে প্রস্তুতি’ প্রকাশ করেছেন।

এর আগে সপ্তাহের শুরুতে ম্যাখোঁ বলেছিলেন, ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে একা নেতৃত্ব দিতে না দিয়ে ইউরোপের উচিত পুতিনের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন করা।

এলিসে বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে আগ্রাসন এবং প্রেসিডেন্ট পুতিনের অনমনীয় অবস্থানের কারণে গত তিন বছর ধরে সংলাপের কোনো সম্ভাবনাই ছিল না।’

তবে এতে আরো বলা হয়, ‘যখনই যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সম্ভাবনা স্পষ্ট হতে শুরু করে, তখন আবার পুতিনের সঙ্গে কথা বলা কার্যকর হয়ে ওঠে।


এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সংঘাত অবসানের লক্ষ্যে আরো আলোচনা আয়োজন করা হচ্ছে।

এই আলোচনায় মধ্যস্থতা করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। একপক্ষে রয়েছেন ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা, আর অপরপক্ষে রয়েছেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ, যিনি শনিবার সেখানে পৌঁছন।

জেলেনস্কি বলেছিলেন, ওয়াশিংটন একটি ত্রিপক্ষীয় কাঠামোর প্রস্তাব দিয়েছে, যা হলে ছয় মাস পর প্রথমবারের মতো মস্কো ও কিয়েভের সরাসরি মুখোমুখি আলোচনা হবে।

তবে ক্রেমলিন রবিবার তা নাকচ করে দিয়ে জানায়, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন তিন পক্ষের আলোচনা এখনো আলোচ্যসূচিতে নেই।