দিল্লি-আগরতলায় ভিসা কার্যক্রম বন্ধের ঘোষণা বাংলাদেশের

Published: 22 December 2025

পোস্ট ডেস্ক :


ভারতীয়দের জন্য দিল্লিস্থ হাইকমিশন ও আগরতলা মিশন থেকে ভিসা সার্ভিস বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। সোমবার বিকালে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত কয়েক দিন ধরে চলা কূটনৈতিক টানাপড়েনের মধ্যে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকায় ভারতীয় দূতাবাস সাময়িক ভিসা কার্যক্রম বন্ধ রাখে। চট্টগ্রাম মিশন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় দূতাবাস।
নয়াদিল্লিতে গত শনিবার বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনের সামনে একদল উগ্রবাদী বিক্ষোভ করে এবং হাইকমিশনারকে হুমকি দেয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা।